শিরোনাম
ভোলা প্রতিবেদক ভোলায় ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো.ফখরুল ইসলাম ওরফে রাসেল (৪০) নামে ১জনকে আটক করেছে পুলিশ ,ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
ভোলা সদর মডেল থানা পুলিশ সুত্র জানায়
গতকাল বৃহস্পতিবার ২১ জানুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মহিউদ্দিন জুয়েলের নেতৃত্বে এএসআই ইলিয়াস হোসেন সহ পুলিশের একটি চৌকস দল, সদর উপজেলার খেয়াঘাট সংলগ্ন নবান্ন রাইস মিল এলাকা থেকে রাসেল কে আটক করা হয়। আটককৃত রাসেল ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা বেপারির ছেলে।
সদর মডেল থানার এসআই মহিউদ্দিন জুয়েল ,জানান ওয়ারেন্ট হওয়ার পর দীর্ঘদিন পালানো অবস্থায় ছিলেন রাসেল, আসামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এসব মামলা হয়েছে বলেও জানান তিনি।
ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া জানান,বৃহস্পতিবার সকালে প্রতারণার অভিযোগে ১৪ মামলার (জিআর) ওয়ারেন্টভুক্ত আসামী ফখরুল ইসলাম ওরফে রাসেল কে গ্রেফতার একই দিন দুপুরে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
নামাজের সময়সূচি | |
---|---|
June 15, 2025 | |
Fajr | 3:43 am |
Sunrise | 5:07 am |
Zuhr | 11:58 am |
Asr | 4:39 pm |
Maghrib | 6:50 pm |
Isha | 8:14 pm |
Dhaka, Bangladesh |