শিরোনাম
বিশেষ বার্তা ::: আজ ২১ শে আগষ্ট তরুণ সাংবাদিক ও ছাত্রলীগ নেতা এবায়দুল হক তুহিন-এর ২৭ তম জন্মদিন। তিনি ১৯৯৫ সালের এই দিনে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্ৰামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
খান তুহিন প্রাথমিক শিক্ষা শেষ করেন গিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তারপর চরহোগলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বরিশাল ইসলামিয়া কলেজ থেকে এইচ এস সি ও সরকারি বরিশাল কলেজ থেকে বিএ পাস করেন, এখনও তিনি সরকারি বরিশাল কলেজে অধ্যায়নরত আছেন এম এ করার জন্য,
খান তুহিন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাথে রাজনীতি করেন ও চরমোনাই ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশি, খান তুহিন বরিশাল সিটি করপোরেশন মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুব রত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।
পেশা গত দিক থেকে খান তুহিন সাংবাদিকতা ও ব্যবসা করেন খান তুহিন ২০১৭ সালে দৈনিক বরিশাল ক্রাইম পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন তারপর ২০১৮ সালে আজকের তালাশ পত্রিকায় চিফ রিপোর্টার হিসাবে যোগদান করেন, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীন সংবাদ, দৈনিক দক্ষিণের ক্রাইম সহ বরিশালের বিভিন্ন পত্রিকায় কাজ করেন, খান তুহিন বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ” ডেইলি বরিশাল সংবাদ” এর প্রকাশক ও সম্পাদক হিসাবে সুনামের সাথে পরিচালনা করেন, তাছাড়া খান তুহিন বরিশালের আরও বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে।
এবায়দুল হক খান তুহিন বরিশালের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সাথে জড়িত আছে, তিনি বরিশাল অনলাইন সাংবাদিক পরিষদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বরিশাল অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, মেডিকেল জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সহ সভাপতি, বরিশাল তরুন সাংবাদিক ঐক্য পরিষদ এর কার্যনির্বাহী সদস্য, বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম এর কার্যনির্বাহী সদস্য, এস এস পি বরিশাল মহানগরের সদস্য সচিব, বরিশাল অনলাইন সম্পাদক পরিষদ এর সদস্য সহ বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেন
জন্মদিন উপলক্ষে তার শুভাকাঙ্ক্ষীরা রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনের বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা জানায়।
তার জন্মদিন উপলক্ষে তার মাবা সহ পরিবারের সবাই দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। খান তুহিন বরিশাল সহ দেশবাশির কাছে দোয়া চান তিনি তার মা বাবা ভাই বোন সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন এবং তাদের জন্য দোয়া চান
ডেইলি বরিশাল সংবাদ পরিবারের পক্ষে থেকে শুভেচ্ছা জানান বরিশাল সংবাদ পরিবার বর্গ।
নামাজের সময়সূচি | |
---|---|
December 4, 2024 | |
Fajr | 5:06 am |
Sunrise | 6:22 am |
Zuhr | 11:48 am |
Asr | 3:35 pm |
Maghrib | 5:14 pm |
Isha | 6:31 pm |
Dhaka, Bangladesh |