শিরোনাম
এম এম জাহিদঃ ৯ নং টুঙ্গীবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান (কলমের) নিজ উদ্যোগে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
৯নং টুংগীবাড়ী ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান তার নিজস্ব উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ এর আক্রমণ থেকে সুরক্ষা দেওয়ার জন্য প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সতর্কতামূলক পরামর্শ দেন । এবং সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছে অত্র ওয়ার্ডের সাধারণ জনগণ নাম প্রকাশে অনিচ্ছুক এক লোক বলেন কলম ভাইয়া অত্যন্ত ভালো লোক আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জয় হবে (কলম ভাই) এ ব্যাপারে আর আজিজুর রহমান কলম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান তার নিজস্ব উদ্যোগে তার নির্বাচিত এলাকার জনসাধারণ,কে সচেতন করার জন্য উদ্যোগ নিয়েছেন তিনি । এবং ভবিষ্যতেও তিনি এই ওয়ার্ডের সাধারণ জনগণের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন
নামাজের সময়সূচি | |
---|---|
November 8, 2024 | |
Fajr | 4:51 am |
Sunrise | 6:04 am |
Zuhr | 11:42 am |
Asr | 3:39 pm |
Maghrib | 5:19 pm |
Isha | 6:33 pm |
Dhaka, Bangladesh |