শিরোনাম

১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১২

বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই চরমোনাই মাহফিলে ভিপি নুর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::: বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ভিপি নুর) বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। যেখানে জুলুম, দুঃশাসন, ভোট ডাকাতি, জালিয়াতি, মানুষের ওপর হামলা-মামলা ও রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না। তবে এটা সত্য, এখনই কোনো কোনো রাজনৈতিক দলের উৎপাত শুরু হয়ে গেছে, মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে। এটা হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, আমি জেলা-উপজেলায় গিয়েছি এবং পরিষ্কারভাবে ডিসি, এসপি, ইউএনওদের বলেছি যেখানে সে সকল দল সক্রিয় আছে তাদের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময়-আলোচনা করে জনকল্যাণে সরকারি কাজগুলো করবেন। কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দেবেন আর বাকিদের দেবেন না এটা হবে না।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বরিশালের ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিলে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর আরও বলেন, ৫৩ বছরের বিগত দিনের দুঃশাসন এবং জুলুমতন্ত্রের গতানুগতিক পুরনো রাজনীতি আমরা দেখেছি। আমাদের সামনে সুযোগ এসেছে। সুযোগ আমরা কীভাবে কাজে লাগাবো, কোনো প্রক্রিয়ায় যাব সেটির সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। ৫৩ বছরে সুযোগ একবার পেয়েছেন, এই গণঅভ্যুত্থান একবার হয়েছে। সুতরাং আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আমাদের ছোট-খাট মতবিরোধের কারণে এই সুযোগ যেন হাতছাড়া না করি।

ডাকসুর সাবেক ভিপি আরও বলেন, ছাত্রলীগ, যুবলীগের কতিপয় লোক যাদের চরিত্র ঠিক নেই, মাথা ঠিক নেই, নেশাপানি করে তারা মুফতি সাহেবকে (ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম) গত নির্বাচনে লাঞ্ছিত করেছে। মামুনুল হক থেকে শুরু করে অসংখ্য আলেম-ওলামাদের ওপর গত কয়েক বছরে যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ হয়েছে তা আপনারা সকলেই দেখেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে পরিষ্কার বলেছেন, তোমরা সত্যের সঙ্গে মিথ্যের মিশ্রণ কোরো না, জেনেশুনে সত্য গোপন করো না। অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের খেদমত করার জন্য সংসদে নিয়ে যাওয়ার। আমি পরিষ্কারভাবে বলি- সেই ভালো প্রার্থী যদি ইসলামী আন্দোলনে থাকে তাহলে তাকে সমর্থন করবেন, সেই ভালো প্রার্থী যদি খেলাফত মজলিসে থাকে তাহলে তাকে সমর্থন করবেন।

নুর আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের স্লোগান ‘নেতা নয় নীতি চাই’ এটি অত্যন্ত যৌক্তিক কথা। শুধু নেতা দিয়ে পরিবর্তন হবে না, নীতিরও পরিবর্তন করতে হবে। আর এ দুটোর পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামীর রাষ্ট্র পরিবর্তনে সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন। এত তাড়াতাড়ি এই দৈত্য দানবের পরিবর্তন হবে কেউ কল্পনাও করতে পারেননি। আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব হতো না।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
December 13, 2024
Fajr 5:11 am
Sunrise 6:27 am
Zuhr 11:52 am
Asr 3:37 pm
Maghrib 5:17 pm
Isha 6:33 pm
Dhaka, Bangladesh
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ