শিরোনাম
বাউফল প্রতিনিধি:পটুয়াখালীর বাউফলে একটি বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই সময় আগুন নিভাতে গেলে অপর একটি ঘরের নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত অনুমান ১টার সময় ওই ঘটনা ঘটেছে।
জানাগেছে, উপজেলার সুর্যমনি ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামে বশার গাজীর বসত ঘরের পিছন অংশে আগুন লাগে। ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ওই সময় দুর্বৃত্তরা নাজমা বেগমের অনুপস্থিতে তার ঘরে প্রবেশ করে আলমীরা ভেঙ্গে নগদ অর্থ সহ ২০ লক্ষ টাকা লুট করে দুর্বৃত্তরা। বশার গাজী জানান, প্রতিবেশী জসিম সিকদার ও তার স্বজনরা এই ঘটনা ঘটিয়েছে। তাদের সাথে কিছু জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। পরিকল্পিতভাবে আমার ঘরে আগুন দেয় এবং বিদেশ থেকে আমার ভাইয়ের ছেলে মেয়েরা স্বর্ণালংকার নিয়ে আসে তা লুট করে নিয়ে যায়। তবে অভিযোগ অস্বীকার করে হানিফ সিকদার জানান, এই ঘটনায় তারা জড়িত না। তার সন্তানরা ঢাকা চট্টগ্রামে থাকেন। আমাদেরকে সামাজিকভাবে হেও করতে অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ করেছেনা কিনা জানতে চাইলে বশার গাজী জানান, স্থানীয়ভাবে আপোষ না হলে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হবে।
১৯_১১-২৪