শিরোনাম
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বসানো হয়েছে থার্মাল স্ক্যানার। আদালত থেকে আসা আসামিদের থার্মাল স্ক্যানারে চেক করে ঢোকানো হচ্ছে কারাগারে।
বুধবার (১৮ মার্চ) বসানো হয়েছে এ থার্মাল স্ক্যানার। কারা হাসপাতালের চিকিৎসক শামীম রেজার তত্ত্বাবধানে একটি টিম কাজ করছে।
থার্মাল স্ক্যানারে পরীক্ষা ছাড়াও আসামিদের মধ্যে কেউ গত ১৪ দিনের ভেতর বিদেশ ভ্রমণ করেছিলেন কী না, আসামির স্বজনদের মধ্যে কেউ বিদেশ ভ্রমণ করেছিলেন কী না এসব তথ্য যাচাই করা হচ্ছে।
কারাগারে ভেতরে একটি ভবন খালি করা হয়েছে কোয়ারেন্টাইনের জন্য। এছাড়া কারা হাসপাতালে আইসোলেশনের জন্য ওয়ার্ড প্রস্তুত করে রাখা হয়েছে।
কারা হাসপাতালের চিকিৎসক শামীম রেজা বলেন, আদালত থেকে আসা আসামিদের থার্মাল স্ক্যানারে চেক করে ঢোকানো হচ্ছে কারাগারে।
তিনি বলেন, থার্মাল স্ক্যানারে পরীক্ষা ছাড়াও আসামিদের মধ্যে কেউ গত ১৪ দিনের ভেতর বিদেশ ভ্রমণ করেছিলেন কী না, আসামির স্বজনদের মধ্যে কেউ বিদেশ ভ্রমণ করেছিলেন কী না এসব তথ্য যাচাই করছি। যদি কেউ ভ্রমণ করে থাকেন তাহলে তাকে কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আসামিরা হাত মুখ ধোয়ার পর ওয়ার্ডে পাঠানো হচ্ছে বলে জানান ডা. শামীম রেজা।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছি আমরা। কোয়ারেন্টাইনের জন্য কারাগারের ভেতরে একটি ভবন খালি করে প্রস্তুত করা হয়েছে। কারা হাসপাতালে আইসোলেশনের জন্য ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।