শিরোনাম

৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০০

চরমোনাই রাজারচরে পূর্ব শত্রুতার জের ধরে বিধবার বসতঘরে ! আগুন দেওয়ার অভিযোগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মার্চ ১৮, ২০২০ ২:৪৪ অপরাহ্ণ
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ।।
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের এক অসহায় বিধবার বসত ঘরে পরিকল্পিতভাবে আগুন দিয়ে বসত ঘড় পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত গভীর রাত আনুমানিক ২.৩০ মিনিটে অগ্নিসংযোগ করে ঘরে আগুন লাগিয়ে মেরে ফেলতে চেয়েছিল বলেও অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ বিধবা রানি বেগম। তাৎক্ষনিক ৯৯৯ ও কোতয়ালি মডেল থানায় ফোন করলে বুধবার রাতেই কোতয়ালি থানার ডিউটিরত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানাগেছে, মধ্য রাজারচর গ্রামের খাঁন বাড়ির মোস্তাফিজুর রহমান খাঁন, হাফিজুর রহমান খাঁনসহ বেশ কয়েকজন তাদের বসত ঘরে আগুন ধরিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। স্হানীয় সুত্রে জানাগেছে একই গ্রামের মৃতঃ মুনসুর আলি খাঁনের ছেলেদের সাথে দীর্ঘদিন যাবৎ মোস্তাফিজ ও হাফিজুর রহমানের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিলো। সেই জমি জমার বিরোধকে কেন্দ্র করেই বিধবার ঘরে আগুন ধরিয়ে দেয় তারা। ক্ষতিগ্রস্থ রানি বেগম (৫৮) বলেন, গত বুধবার রাত ১০টা ৩০ মিনিটের সময় আমি আমার নতুন বসত ঘড়ে একা ঘূমিয়ে পড়ি। সেই দিন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আমি ঘূমের ঘরে ধোয়ার গন্ধ পাই এবং হঠাৎ জেগে দেখি আমার ঘরের উত্তর পাশে আগুন জ্বলতেছে। আমি ডাক চিৎকার করলে পাশের বাড়ির খালেক হাওলাদারের পুত্র বেল্লাল, দোকানদার সিরাজ, মাওলানা সবুর খাঁনসহ এলাকার লোকজন এসে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে এবং আগুন নিভিয়ে ফেলে। আমি দরজা খুলে টর্চ লাইট মারলে মোস্তাফিজ, হাফিজসহ প্রায় ৪-৫ জনকে দৌড়ে পালিয়ে যেতে দেখি। রানি বেগম আরো বলেন, আমি যখন তাদের দিকে লাইট মারছি তখন দেখি ২ জনের হাতেই কেরসিনের বোতল আছে। এতেই আমি সিওর হলাম যে এরা আমার ঘড়ে কেরসিন ঢেলে তারপর আগুন দিয়েছে। এতে আমার ঘড়ের প্রায় ৫০,০০০ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য আমার ছেলেদের বিরুদ্বে মিথ্যা মামলা করছে ওই দুই সন্ত্রাসী। এমনকি এলাকার প্রভাবশালীদের দ্বারা আমার পরিবারকে বিভিন্ন সময় হুমকি দেয়। এসব বিষয়ে প্রতিবাদ করায় বুধবার রাতে আমার বসত ঘরে আগুন লাগিয়ে আমাদেরকে পুরিয়ে মেরে ফেলতে চেয়েছিলো তারা। জানাগেছে এই সন্ত্রাসী মোস্তাফিজ ও হাফিজ এলাকায় বেপরোয়াভাবে চলাফেরা করে এমনকি একটি মাদ্রাসা খুলে বিভিন্ন ফান্ট থেকে টাকা উত্তোলন করে মেরে খেয়েছেন। এলাকার অনেকেই বলেন, তারা ২ ভাই দালালি করে নিজেদের জিবিকা নির্বাহ করে এবং তাদের কাজ হচ্ছে সাধারন মানুষকে হয়রানি করা। বেশ কয়েকজন নাম না প্রকাশ করা শর্তে বলেন, মোস্তাফিজ ও হাফিজ দুই ভাই মাদ্রাসার নামে সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজ (এমপি) এর কাছ থেকে মাদ্রাসার বরাদ্বকৃত সোলার এনে তা মাদ্রাসায় না দিয়ে নিজেদের ঘড়ে ব্যাবহার করতেছেন। এতেই বোঝা যায় যে এরা ২ ভাই মানুষকে ফাঁসানোর জন্য কি না করতে পারে। গতকাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানান রানি বেগম। এ বিষয় অভিযুক্ত মোস্তাফিজ ও হাফিজ’কে ফোন করলে তারা কেউ ফোন রিসিভ করেনী। রানি বেগম বলেন, মধ্য রাজারচর এলাকায় আমাদের কোনো শত্রু নেই তবে এখন জমি বিরোধের জের ধরে ওই ২ ভাই শত্রু হয়ে দাড়িয়েছে। জমির প্রকৃত মালিক দাবি করেন তিনি এবং এর সুষ্ঠ তদন্ত করে বিচার দাবি করে বলেন, এই অগ্নিকান্ড পরিকল্পনা করেই করা হয়েছে। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বিষয়টি শুনে টহলে থাকা অফিসারদের পাঠিয়েছি। কোন অভিযোগ হয়েছে কিনা জানতে চাইলে প্রতিবেদককে তিনি বলেন,বিষয়টি তদন্ত চলতেছে যদি সত্যতা পাওয়া যায় তাহলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্থ পরিবারটি প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
December 4, 2024
Fajr 5:06 am
Sunrise 6:22 am
Zuhr 11:48 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:31 pm
Dhaka, Bangladesh
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ