শিরোনাম
আজ ১৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এদিন থেকে সারা দেশে শুরু হলো মুজিববর্ষ। বিশেষ দিনটি উপলক্ষে জাতির পিতাকে শুভেচ্ছা জানিয়েছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। সোশ্যাল মিডিয়ায় এ বার্তা দেন তিনি।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন– আজ থেকে শতবছর আগে এই বাংলায় জন্মেছিলেন এক মহামানব। স্বপ্ন দেখেছিলেন দেশকে স্বাধীন করার। শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সাহসও দেখিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে আমাদের মাঝে। আমাদের জাতির পিতাকে তাই জানাই জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা।