শিরোনাম
ঈদুল ফিতরের জন্য শাকিব খানকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা। নাম ‘নবাব এলএলবি’। এ সিনেমায় দুই নায়িকাকে নিয়ে হাজির হবেন শাকিব খান। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে দেখা যাবে মাহিয়া মাহি ও স্পর্শিয়াকে। তবে ছবিটি শাকিব খানের আগের নবাবের রিমেক নয় বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন।
তিনি বলেন, ‘নবাব এলএলবি’ কোনো রিমেক নয়। আসন্ন রোজার ঈদ টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে। আশা করি এ জুটির রসায়ন দর্শকদের কাছে ভালো লাগবে।
নতুন ছবি নিয়ে শাকিব খান বলেন, ঈদকে টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। বড় আয়োজনের ছবি হবে এটি। তবে এটি কোনো রিমেক ছবি না।
আগামী ২৮ মার্চ ঢাকাতেই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। অনন্য মামুনের গল্পে ও চিত্রনাট্যে এটি পরিচালনা করবেন তিনি নিজেই। এটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।
এদিকে শাপলা মিডিয়ার ব্যানারে শাকিব অভিনীত ‘বিদ্রোহী’ নামের একটি সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে ঘোষণা এসেছে। পরে মুক্তির তারিখ এগিয়ে আসছে বৈশাখীতে মুক্তি পাবে বলে জানান সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।
নামাজের সময়সূচি | |
---|---|
June 17, 2025 | |
Fajr | 3:43 am |
Sunrise | 5:07 am |
Zuhr | 11:59 am |
Asr | 4:39 pm |
Maghrib | 6:50 pm |
Isha | 8:14 pm |
Dhaka, Bangladesh |