শিরোনাম
বিদেশ থেকে এই মহুর্তে দেশে না আসার অনুরোধ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট- আইইডিসিআর। শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা এ তথ্য জানান।
সেব্রিনা ফ্লোরা আরও বলেছেন, এরপরও যারা আসছেন তারা যেন অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন। একইসাথে যে তিনজনের শরীরে কভিড নাইনটিনের উপস্থিতি পাওয়া গিয়েছিলো তাদের প্রত্যেকেই সুস্থ বলে জানিয়েছেন সেব্রিনা ফ্লোরা। এছাড়া গেলো ২৪ ঘন্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। এর মধ্যে কোন নমুনাতেই করোনার উপস্থিতি পাওয়া যায়নি। একইসাথে হাসপাতালে আইসোলেশনে আছেন নয় জন। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আরও চারজন আছেন বলে জানান আইইডিসিআর পরিচালক।