শিরোনাম

১২ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:০৫

বরিশালে যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মার্চ ৭, ২০২০ ৮:১১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

বরিশালে যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি পালন উপলক্ষ্যে আজ শনিবার সকালে নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ের পাশে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ এবং পরবর্তীতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

সকাল ১০টায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা জাতীর পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে মহানগর আওয়ামী লীগ। পরে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় নেতাকর্মীরা করতালী এবং শ্লোগানে ওই এলাকা মুখরিত করে তোলে।

দিবসটি উপলক্ষ্যে বিকেল ৪টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

৭ মার্চের সকল কর্মসূচী নির্বিঘ্ন এবং শান্তিপূর্ন করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 12, 2025
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:58 am
Asr 4:38 pm
Maghrib 6:49 pm
Isha 8:13 pm
Dhaka, Bangladesh
June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ