শিরোনাম
অনলাইন ডেক্সঃ করোনা ভাইরাসের আতঙ্কে অফিস, গণজমায়েত, বিমান চলাচল ও খেলাধুলা বন্ধ হয়েছে। এই ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এখনও অনেক প্রতিষ্ঠান বন্ধ। চীনের বাইরে অনেক দেশ সতর্কতামূলক ব্যবস্থায় যোগাযোগ কমিয়ে দিয়েছে। লন্ডনের বইমেলাও বন্ধ হয়েছে করোনা আতঙ্কে। এবার প্রাণঘাতি করোনার ভয়ে ফেসবুক তার একটি অফিস বন্ধ করলো।
এক সহকর্মীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার পর লন্ডন অফিস বন্ধ ঘোষণা করেছে ফেসবুক। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দি ইন্ডিপেনডেন্ট জানায়, অবিলম্বে অফিসটি বন্ধ করে দেয়ার পর পুরো স্থানটি পরিষ্কার করা হবে।
জানা গেছে, লন্ডন অফিসের একজন কর্মীর শরীরে করোনা ধরা পড়ার পরই এক বিজ্ঞতিতে সোমবার নাগাদ লন্ডন অফিসের সব কর্মকর্তাদের বাড়ি বসে কাজ করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা সহকর্মীদের নিজেদেরকে সকলের থেকে আলাদা রাখতে এবং করোনার লক্ষণসমূহের দিকে নজর রাখতে বলা হয়েছে।
এই মুহূর্তে কর্মীদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পরিদর্শনে আসা সব দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করেছে ফেসবুক। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৩৫টি দেশে ফেসবুকের কার্যালয় রয়েছে। এসব কার্যালয়ে ঢুকতে পারছেন না বাইরের কোনো লোক।
এরই মধ্যে ৯০টি দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসটি প্রাণ নিয়েছে ৩৪৮৩ জনের। আর ১ লাখ ৮৪০ জনের শরীরে ছড়িয়ে পড়েছে করোনা।