শিরোনাম
ঐতিহ্যবাজী চরমোনাইয় দরবারের তিনদিন ব্যাপী বার্ষিক ফাল্গুন মাহফিল আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো।
আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে মাহফিল শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই।
মোনাজাত শুরু হয় সকাল সাড়ে ৮টায়। প্রায় আধাঘন্টাব্যাপী এ মোনাজাতে লাখো আশেকিনের রোনাজারিতে পুরো চরমোনাই ময়দান ভারী হয়ে ওঠে।
মোনাজাতে দেশ, ইসলাম ও মুসলমানদের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মোনাজাতে বরিশালের স্থানীয় বাসিন্দা, প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
নামাজের সময়সূচি | |
---|---|
November 8, 2024 | |
Fajr | 4:51 am |
Sunrise | 6:04 am |
Zuhr | 11:42 am |
Asr | 3:39 pm |
Maghrib | 5:19 pm |
Isha | 6:33 pm |
Dhaka, Bangladesh |