শিরোনাম
বানারীপাড়া প্রতিনিধি ঃ
বানারীপাড়ায় পান বিক্রেতা বিমল মিস্ত্রীকে পিটিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ৮ দিন পর নাসির মোল্লা ও খায়রুল মোলা নামের দুই দস্যুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার উপজেলার ব্রাম্মনকাঠী এলাকা থেকে থানার ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেণ। পরে তিনি তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বিমল’র কাছ থেকে ছিনিয়ে নগদ ৩ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করেণ।
এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ জানান, বিমল মিস্ত্রী নামের এক পান বিক্রেতা ১৪ ফেব্রুয়ারী রাতে উপজেলার ব্রাম্মনকাঠী বাজারে পান বিক্রি করে নেছারাবাদ উপজেলার নিজ বাড়িতে যাওয়ার পথে ব্রাম্মনকাঠী এলাকার শহিদ মোল্লার ছেলে নসির মোল্লা, তার সহযোগী প্রতিবেশী বারেক মোল্লার ছেলে খারুল মোল্লা ও মহম্মদের ছেলে আলী হোসেন তার গতিরোধ করে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং তার সাথে থাকা নগদ ৩ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় স্থানীয়রা তার ডাকচিৎকার শুনে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা ৫০ শয্যা স্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে সে কিছুটা সুস্থ্য হয়ে ২২ ফেব্রুয়ারী রাতে এ ঘটনায় ৩ জনকে আসামী করে থানায় একটি দস্যূতা মামলা দায়ের করে। থানার অফিসার ইনচার্জ শিমির কুমার পাল এ মামলাটি তদন্ত করার জন্য ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদকে নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাম্মনকাঠী থেকে নাসির মোল্লা ও তার সহযোগী খায়রুল মোল্লাকে আটক ও ছিনিয়ে নেয়া টাকা ও মোবাইল উদ্ধার করেণ। পরে ওই দিন দুপুরে তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করার পাশাপাশি বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রের্ট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্ধি রেকর্ড করেণ। এ সময় আদালতের বিজ্ঞ বিচারক মনিরুজ্জামান তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্ধি রেকর্ড শেষে জেল হাজতে প্রেরণ করেণ।
নামাজের সময়সূচি | |
---|---|
November 3, 2024 | |
Fajr | 4:48 am |
Sunrise | 6:01 am |
Zuhr | 11:41 am |
Asr | 3:42 pm |
Maghrib | 5:21 pm |
Isha | 6:35 pm |
Dhaka, Bangladesh |
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |