শিরোনাম
পিরোজপুরের স্বরূপকাঠিতে যুবলীগ নেতা মেডিসিন ব্যবসায়ী মো. মামুন মিয়ার (৪১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার সোহাগদল গ্রামের বৌ বাজার এলাকার একটি কড়াই গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মামুন উপজেলার একই গ্রামের ইন্দুরহাট বন্দর এলাকার আব্দুর রব মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগ লীগের সাবেক আহ্বয়ক কমিটির সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানাগেছে, ওই দিন সকালে নিহতের পুরানবাড়ি সংলগ্ন মাঠে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। পুলিশি তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।