শিরোনাম
পুত্রবধূকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া সেই শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ জানুয়ারি জেলার উল্লাপাড়া উপজেলার কৈবর্তগাঁতী গ্রামের আবু সাইদ (৪৫) তার পুত্রবধূকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এর ২৯ দিন পর রোববার (২৩ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ শহর থেকে পুলিশ আবু সাইদকে গ্রেফতার করে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক রিপন সাহা জানান, পুত্রবধূকে নিয়ে পালানোর পর ছেলে আব্দুস সালাম উল্লাপাড়া মডেল থানায় ২৬ জানুয়ারি তার বাবা আবু সাইদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন। মামলা গ্রহণের পর থেকে আবু সাইদকে বিভিন্ন জায়গায় খুঁজছিল পুলিশ। গ্রেফতারের সময় আবু সাইদের পুত্রবধূকেও উদ্ধার করেছে পুলিশ।
পরে তাকে আদালতে নেয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।