শিরোনাম

১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৫৯

বরিশালে বিঞ্জ (Binge) এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০ ১২:৫৪ অপরাহ্ণ
Print Friendly and PDF

বরিশালে বিঞ্জ (Binge) এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

আজ ২২ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১২ টার দিকে, রেডডট ডিজিটাল লিমিটেড ও ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড এর যৌথ আয়োজনে। শহীদ আবদুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে বাংলাদেশের মধ্যে প্রথম বিঞ্জ (Binge) উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। রেডডট ডিজিটাল লিমিটেড ও ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড যৌথভাবে বাজারে আনলো ক্যাবলের ঝামেলামুক্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট ডিভাইস বিঞ্জ (Binge)। বাংলাদেশে এই প্রথম বিঞ্জ নিয়ে এলো অনলাইন ভিডিও স্ট্রিমিং সার্ভিস, যার মাধ্যমে আপনি আপনার টিভিতে কোন ঝামেলা ছাড়াই ব্রাউজ করতে অসংখ্য ভিডিও কনটেন্ট আর ১০০ টিরও লাইভ টিভি চ্যানেল যা আপনাকে দিবে স্মার্ট টিভি ছাড়াই HD কোয়ালিটি এক্সপেরিয়েন্স! একটি দিয়াশলাই বক্সের আকৃতির ক্ষুদ্র এই ডিভাইসটি ব্যবহার করলে পাওয়া যাবে দেশি বিদেশী মুভি, ওয়েব সিরিজ টেলিফিল্ম সহ অসংখ্য অনলাইন ভিডিও আর সরাসরি টিভি থেকেই ইউটিউব ব্রাউজিং সুবিধা। বক্তব্যে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এখন আর কোন স্বপ্ন বা প্রতিশ্রুতি নয় এটা এখন বাস্তব। তিনি ঘোষাণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশের। আর তা এখন সম্পূর্ণরুপে বাস্তবায়ন হয়েছে। আগে টেলিভিশন দেখার জন্য ক্যাবলের ওপর ভরসা করতে হতো। কিন্তু রেডডট ও দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ইন্টারনেট প্রভাইডার ইউরোটেল বিডি সমন্বয় করে Binge নামে যে ডিভাইসটি বাজারে এনেছে তা সত্যিকার অর্থেই চমক। কোন বিড়ম্বনা ছাড়াই একসাথে ইন্টারনেট ও গণমাধ্যমের সেবা পাবে মানুষ। এভাবে বদলে যাবে বাংলাদেশ। নির্মিণ হচ্ছে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন এই কারণে যে বাংলাদেশে উচ্চ প্রযুক্তির Binge ডিভাইসের যাত্রা বরিশাল থেকে শুরু হলো। এ কারনে রেডডট ডিজিটাল ও ইউরোটেল বিডির কর্মকর্তাদের ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শহীদ আবদুর রব সেনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অ্যাডভোকেট মু.ইসমাইল হোসেন নেগাবান, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হক, ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরেট ও শহীদ আবদুর রব সেনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, রেডডট ডিজিটাল লিমিটেডের ডিরেক্টর আহমেদ আরমান সিদ্দিকী, রবি আজিয়াটা লিমিটেডের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মোহাম্মদ হামিদুল হক, বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি কাজী আল মামুন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, গবেষক দেবাশীষ চক্রবর্ত্তী, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশেন অফিসার সাজ্জাদ পারভেজ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফিরদাউস সোহাগ, ভোরের আলো’র সম্পাদক সাইফুর রহমান মিরন, চ্যানেল টোয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, ডিবিসি নিউজের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, তরুন সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ প্রমূখ। শুরুতেই রেডডট ডিজিটাল লিমিটেডের পক্ষ থেকে বিঞ্জ ডিভাইসের বিভিন্ন সুবিধা সম্পর্কে ব্যখ্যা করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ। এরপরে অতিথিবৃন্দ কেক কেটে অত্যাধুনিক এই ডিভাইসটির উদ্বোধন ঘোষনা করেন। বরিশালে Binge পাওয়া যাবে রবি সেবা ও ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের অফিসে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
January 12, 2025
Fajr 5:23 am
Sunrise 6:38 am
Zuhr 12:06 pm
Asr 3:54 pm
Maghrib 5:34 pm
Isha 6:50 pm
Dhaka, Bangladesh
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ