শিরোনাম
পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত ও হৃদয় নামে ১ জন আহত হয়েছে। আহত হৃদয়কে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুই শিক্ষার্থী দুপুর ১২টায় উপজেলার নাজিরপুর ইউপির গ্রামের বাড়ি রামনগর তাঁতেরকাঠী এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাউফলের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে নাজিরপুর এলাকার মৃধা বাড়ীর মোড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ওপর ছিটকে পরে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক ডা. তানভীর আহম্মেদ আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফুল ইসলাম বরিশাল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সিভিল ২য় বর্ষের ছাত্র ও আহত হৃদয় শেষ বর্ষের ছাত্র।