শিরোনাম
একুশ তত্ব
আব্দুল্লাহ আল কাইয়ুম
একুশ মানে স্বপ্ন চোখে
বুক ভরা মোর আশা,
একুশ মানে রক্তে লেখা
আমার মায়ের ভাষা।
আমার ভায়ের রক্তে কেনা
একুশের এই দিন
ইতিহাসে লেখা সে দিন
থাকবে অমলিন।
রফিক,সালাম, বরকতেরই
আত্নবলিদানে,
আমার মায়ের মুখের ভাষা
একুশেরই মানে।
বাংলাতে মোর জীবন গাঁথা
বাংলাতে কই কথা,
বাংলাতে মোর হৃদয়পটে
বর্ণমালার খাতা।
ইতিহাসে নেইকো যে আর
এমন ত্যাগের কথা,
অন্য জাতি সয়নি এমন
ভাষার জন্য ব্যাথা।
করল যারা বরণ মরণ
বাংলা ভাষার তরে,
যত্নে থাকুক রফিক সালাম
বাংলা মায়ের ঘরে।
রফিক যে দিন রাজপথে সেই
ধরল ভাষার গান
পাকিস্তানি জান্তারা তার
নিভিয়ে দিল প্রাণ।
বরকতেরই রক্তে রঙিন
রাঙিয়ে রাজপথে,
মায়ের ভাষার বর্ণমালা
বাড়ল পথে পথে।
আস্তে করে ফেলবে কদম
এই মাটিরই বুকে,
রফিক, সালাম ঘুমিয়ে আছে
নিদমহলের সুখে।
ফুলের সাথে দিও তাঁদের
ছোট্ট বোনের ছোঁয়া,
খোদার তরে পৌঁছে দিও
বাংলামায়ের দোয়া।
নামাজের সময়সূচি | |
---|---|
December 4, 2024 | |
Fajr | 5:06 am |
Sunrise | 6:22 am |
Zuhr | 11:48 am |
Asr | 3:35 pm |
Maghrib | 5:14 pm |
Isha | 6:31 pm |
Dhaka, Bangladesh |