শিরোনাম

১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৫৫

নলছিটিতে র‌্যাব -৮ এর অভিযানে ৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১০:৫৬ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গতকাল ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন আমিরাবাদ সাকিনস্থ জনৈক রিপন মৃধা এর নির্মাণাধীন একতলা বিল্ডিং বাড়ীর ভিতরের পশ্চিম পাশের কক্ষে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ৮ জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ জসিম হাওলাদার (২৮), পিতা- সাত্তার হাওলাদার, সাং- উত্তর মগর, (২) মোঃ জামাল খান (৬০), পিতা- মৃত সেকান্দার খান, সাং- আমিরাবাদ, সর্ব থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি, (৩) মোঃ কামরুল ইসলাম (৩৯), পিতা- মৃত নুরুল হক মৃধা, সাং- টেংরাখালী, পোঃ মহেশপুর, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, (৪) আওলাদ হোসেন মৃধা (৪৮), পিতা- মৃত আওয়াল মৃধা, সাং- আমিরাবাদ, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি, (৫) মোঃ সেলিম হাওলাদার, পিতা- রফিজ উদ্দিন হাওলাদার, সাং- রুপাতলী ২৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, বিএমপি, বরিশাল, (৬) মোঃ মিজানুর রহমান (৩৬), পিতা- তোতা মিয়া, সাং- পূর্ব রায়াপুর বটতলা, (৭) মোঃ মিরাজ হাওলাদার (৩৪), পিতা- মোতালেব হাওলাদার, সাং- উত্তর মগর,(৮) মোঃ জলিল তালুকদার (৬২), পিতা- মৃত ইনসাফ আলী তালুকদার, সাং- আমিরাবাদ, সর্ব থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি বলে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদেরকে দিয়ে দেহ তল্লাসী করে ধৃত আসামীদের নিকট থেকে সর্বমোট ৪৭ (সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪৮,৪০০/- (আটচল্লিশ হাজার চারশত) টাকা, মোবাইল ১২ টি এবং সিম ১৯টি উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আব্দুল মোন্নাফ বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
February 13, 2025
Fajr 5:16 am
Sunrise 6:29 am
Zuhr 12:12 pm
Asr 4:15 pm
Maghrib 5:56 pm
Isha 7:08 pm
Dhaka, Bangladesh
February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ