শিরোনাম
নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভারামচন্দ্র ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে কাঁচাবালিয়া গ্ৰামে
সরকারিভাবে বরাদ্দকৃত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণকৃত ত্রাণের চাল সঠিকভাবে পৌঁছায়নি অনেক অসহায় পরিবারের কাছে। তবুও অসহায় মানুষ উপায়হীন হয়ে নিরব থাকলেও রেশন কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অসহায়দের অভিযোগ রেশন কার্ড বিতরনে এই ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান স্বজনপ্রীতির আশ্রয় নেওয়ায় বিশেষ একটি গোষ্ঠী সুবিধা পাচ্ছে। বঞ্চিত হচ্ছেন দরিদ্র শ্রেনীর একটি বৃহৎ অংশ। করোনা ভাইরাসের মহামারী সময়ে সরকারের সিদ্ধান্তের আলোকে দেশের প্রতিটি ইউনিয়ন ভিক্তিক ওএমএস অর্থাৎ খোলা বাজারে নির্ধারিত স্বল্পমূল্যে পণ্যসামগ্রী প্রাপ্তিতে এই কার্ড দেয়া হয়। কিন্তু কাঁচাবালিয়া গ্ৰামের কয়েকজন দিনমজুর বলেন আমাদের মেম্বার মনিরুজ্জামান ও তার সহযোগী কয়েকজন সুযোগে ওয়ার্ডভিক্তিক তাদের পছন্দের ব্যাক্তি বা অনুগতদের তালিকা করে ইতিমধ্যে এই কার্ড বিতরন শুরু করেছে। ফলে কেউ পাচ্ছে, কেউ বঞ্চিত হচ্ছে। এছাড়াও সরকারীভাবে বরাদ্দকৃত ত্রান সামগ্রী পেয়েছেন মেম্বারের আত্নীয় স্বজন, কাছের লোকজন। অভিযোগ উঠেছে এই গ্ৰামের ইউপি সদস্য আগেও বয়স্ক ভাতা ও ভিজিডি কার্ডের তালিকায় নাম দেয়ার জন্য অর্থ হাতিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকার কিছু সচেতন নাগরিক মেম্বার মনিরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি খারাপ ব্যাবহার করে বলেন আমার যা মনে চায় তাই করব ।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীন এক আওয়ামীলীগ নেতা বলেন বিরুদ্ধে বিভিন্ন রকমের অপকর্ম, অনিয়ম ও দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।। কিন্তু হামলার ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না। তাই আমরা তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বিষয়টি নিয়ে মুঠোফোনে অভিযুক্ত ইউপি সদস্য মনিরুজ্জামান এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
এবিষয়ে ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী বলেন, মনির মেম্বারের অনিয়মের কথা আমি শুনেছি। বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে কর্মহীন আমি সবসময় আমার ইউনিয়নের মানুষের পাশে আছি।
ইউপি সদস্য মনিরুজ্জামান ও তার সহযোগীদের বিভিন্ন অপকর্ম, অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিস্তারিত আসছে ২য় পর্বে।
নামাজের সময়সূচি | |
---|---|
February 7, 2025 | |
Fajr | 5:19 am |
Sunrise | 6:33 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:11 pm |
Maghrib | 5:51 pm |
Isha | 7:04 pm |
Dhaka, Bangladesh |