শিরোনাম
স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে। আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টার দিকে। বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের আয়োজনে, বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায়। বিভাগীয় কমিশনার বরিশালের নির্দেশনা ও জেলা প্রশাসক বরিশালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারে, বাকেরগঞ্জ উপজেলার পেরিফেরিভুক্ত হাট বাজারের চান্দিনা ভিটির ইজারা নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলামসহ আরে অনেকে। এসময় ৮৩ জনকে চান্দিনা ভিটির ইজারা নবায়নের ডি সি আর প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। এ ইজারা নবায়ন থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৭১ হাজার ৪৮৫ টাকা। এছাড়া নতুন আবেদন নেওয়া হয়েছে যা পরবর্তী কার্যক্রম হিসেবে চলমান। এ কার্যক্রমের আওতায় বাকেরগঞ্জ উপজেলার সকল হাট বাজারে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়।