শিরোনাম
ডেক্স রিপোর্টঃ ৪১ লক্ষ ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার সাবেক সিভিল সার্জনসহ দুই জনের বিরুদ্ধে দুইটি মামলার অনুমোদন দিয়েছে দুদক। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এই মামলার অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
দুদকের অনুমোদন দেওয়া মামলার অভিযুক্ত আসামিরা হলেন, ডা. তওহীদুর রহমান, সাবেক সিভিল সার্জন, সাতক্ষীরা ও সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা ম্যাটস এবং সাতক্ষীরা আইএইচটি (বর্তমানে অব:) এবং মো: শাহিনুর রহমান, প্রোপ্রাইটর: বেনিভোলেন্ট এন্টারপ্রাইজ, উত্তরা, ঢাকা।
মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণ করে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে মেডিকেল ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি ক্রয়ে ব্যাপক দুর্নীতি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্ত দুই ব্যক্তি।