শিরোনাম
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে কৃষি প্রনোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে উফশি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) বিকেল ২টায় উপজেলা পরিষদ চত্তরে রাজাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস এই আয়োজন করে। এসময় উপজেলার ৬ ইউনিয়নের ৩হাজার ৭শত ৫০জন কৃষকের মাঝে ৫ কেজি উফশি আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেসা পাপড়ি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশিক মাহমুদ, পলাশ হালদার সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী।
নামাজের সময়সূচি | |
---|---|
October 11, 2024 | |
Fajr | 4:38 am |
Sunrise | 5:50 am |
Zuhr | 11:45 am |
Asr | 3:58 pm |
Maghrib | 5:40 pm |
Isha | 6:52 pm |
Dhaka, Bangladesh |