শিরোনাম

১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪৩

সরকারের পোষ্ট ও টেলিকম ডিভিশনের সব কম্পানীকে জনগনের সেবায় স্মার্ট কম্পানিতে রুপ দেয়া হবে…..প্রতিমন্ত্রী পলক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

জনি আলমগীর ,কুয়াকাটা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বিটিসিএল, বাংলাদেশ পোস্ট, সাবমেরিন কেবল এবং টেলিটক সহ সরকারের পোষ্ট ও টেলিকম ডিভিশনের যতগুলো কোম্পানী আছে সবগুলোকে জনগনের সেবায় স্মার্ট কম্পানিতে রুপ দেয়া হবে। পাশাপাশি এসব কম্পানিকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করা হবে। শনিবার (২৩ মার্চ) দুপুর ১২টায় কুয়াকাটা টেলিফোন এক্সচেঞ্জ ও সাব-পোষ্ট অফিসের উন্নয়ন কাজের অগ্রগতি এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, কুয়াকাটার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সক্ষমতা অনেক বেশি। আমাদের ক্যাপাসিটি এখন ৭ হাজার ২শ জিপিবিএস। জনগনের চাহিদার থেকেও বেশি সক্ষমতা রয়েছে। এর ফলে আমরা ইন্টারনেটের দামটা কমিয়ে দিতে পেরেছি। ৯২ সালে সাবমেরিন কেবল বিনামূল্যে পেয়েও জ্ঞান স্বল্পতার কারনে এ সুযোগ হাতছাড়া করেছিলো খালেদা জিয়া সরকার।

কুয়াকাটায় একটি আইটি ট্রেনিং সেন্টার করা যেতে পারে, এতে করে কুয়াকাটা এবং তার আশেপাশের অনেক শিক্ষিত যুব সমাজ ট্রেনিং গ্রহণ করতে পারবে। ছাত্রছাত্রীরা স্পোকেন ইংলিশ কোর্স, হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং গ্রহণ করতে পারবে। কুয়াকাটা একটি সম্ভাবনাময় জায়গা এতে করে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।
এর আগে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন প্রতিমন্ত্রী।

### জনি আলমগীর ,
কুয়াকাটা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২৩-০৩-২০২৪।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 10, 2024
Fajr 4:37 am
Sunrise 5:49 am
Zuhr 11:45 am
Asr 3:59 pm
Maghrib 5:41 pm
Isha 6:53 pm
Dhaka, Bangladesh
October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ