শিরোনাম
এইস এম সোহেল পবিত্র মাহে রমজান এর নবম দিন অতি বাহিত হচ্ছে আজ সকল মুসলমান ধর্ম প্রান মানুষেরা ইবাদত বন্দেগী তে মসগুল রয়েছে। এদিকে কিছু কিশোর কিশোরী ও তরুণ তরুণীরা লিপ্ত হচ্ছে নোংরামি এবং অসনিল কারজোকলাপে।
বরিশাল নগরীর বিনোদন স্পটের মধ্যে উল্লেখযোগ্য বেলস পার্ক মুক্তিযোদ্ধা পার্ক ও ৩০ গোডাউন এলাকায় হর হামেসাই চলছে নোংরা মি।
এর মধ্যে বেলস পার্ক এর মাঠে প্রতিদিন সন্ধ্যা নামলেই বেড়ে যায় বেহায়া পনা। এর আগেও গত ১৪ ই ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর স্বনামধন্য একটি নিউজ পোর্টাল এর ফেসবুক পেইজ বি এইস এস টিভিতে বিষয় টি তুলে ধরা হয়
সেখানে দেখা যায় প্রকাশ্যেই একটি যুবক একটি যুবতিকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। বেলস পার্কের মাঠের মাঝখানে পর্যাপ্ত পরিমাণ আলো না থাকার কারনে প্রতিনিয়তই হচ্ছে মাদক সেবন এবং অসামাজিক কার্যকলাপ।
মাঠ কর্তৃপক্ষের সুদৃষ্টি না থাকার কারণে ঘটছে এই ধরনের ঘটনা। এবং স্কুল এবং কলেজ পড়ুয়া কিশোর কিশোরীদের, প্রকাশ্যেই ধুমপান করতে দেখা যায় এই মাঠের মধ্যে
এ বিষয়ে সুশীল সমাজ বলছে দ্রুত এর একটা ব্যবস্থা নেওয়া উচিত।
সমাজিক অবক্ষয় হচ্ছে এবং পরিবেশ এর ভারসাম্য নষ্ট হচ্ছে বলে দাবী করছেন তারা। এদিকে কিছু কিশোর গ্যাং উৎপাতেও প্রতিনিয়ত ঘটছে মারামারির মত ঘটনা
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন প্রতিদিন হাঁটতে এবং ব্যায়াম করতে আসার সুশীল সমাজ।