শিরোনাম
ভোলা প্রতিনিধি ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।
আক্রান্ত শিক্ষার্থীদেন, যেই স্পর্শ করেছে সেই অসুস্থ হয়ে পড়ছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে পশ্চিম ইলিশা ৪নং ওয়ার্ডে পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
স্কুলের কয়েকজন শিক্ষক জানান, ক্লাস চলাকালীন সময়ে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাকে সেবা দিতে গিয়ে আরও ২৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। অর্থাৎ ওই ছাত্রকে যেই স্পর্শ করেছে সেই অসুস্থ হয়ে পড়েছে।
এ ঘটনায় আতঙ্ক আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে।
পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী জিহাদ বলেন, গণিত স্যার আমাদের ক্লাস নিচ্ছেন। হঠাৎ করে দেখলাম আমার মাথা ঘুরিয়ে পরে যায়। এমনভাবে মাথা ব্যথা উঠছে মনে হয়েছে চুলগুলো উঠিয়ে ফেলি। আমার এমন অবস্থা দেখে স্যাররা আমাকে লাইব্রেরিতে নিয়ে যায়। পরে আমি অজ্ঞান হয়েযাই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে।
সিয়াম নামের আরেক শিক্ষার্থী বলেন, আমার সাথে একটা ছাত্র হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। তাকে ধরতে গিয়ে একে একে আমরা ৩০/৩৫জনের মত অসুস্থ হয়ে পড়েছি।
ক্লাস শিক্ষক আবু ছাঈদ বলেন, আমি ক্লাস নিচ্ছি, এমন সময় জিহাদ অসুস্থ হলে তাকে অন্যদের ধরতে বলি। এর কিছুক্ষণ পরেই দেখি যেই ধরে সেই একটা চিৎকার দিয়ে ঘুরে পরে যায়। আমার ও মাথা ঘুরেছে এবং চোখ দিয়ে হঠাৎ পানি পরা শুরু করেছে।
ভোলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার তায়েবুর রহমান বলেন, এখন পর্যন্ত হাসপাতালে ২৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আরো আসছে। আমরা সবাইকে চিকিৎসা দিচ্ছি এবং কাউন্সেলিং করছি। আশাকরি দ্রুতই তারা সুস্থ হয়ে উঠবেন।
এ ঘটনায় পুরো জেলা শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত আরও শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।