শিরোনাম
রাজধানীর যাত্রাবাড়ীতে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে ৫৫ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম সবুজ। তিনি ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এজেন্সি মারফুস এন্টারপ্রাইজ ও এইচ-২৪ এন্টারপ্রাইজের মালিক।
রোববার (১০ মে) বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর জনপথ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।
ব্যবসায়ী সাইফুল ইসলাম সবুজ জানান, যাত্রাবাড়ী কাজলা বউবাজারে তাদের অফিস থেকে দু’টি ব্যাগে করে ৫৫ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে তার বড় ভাই সাইফুল ইসলাম মুকুল মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। মতিঝিল ফরেন এক্সচেঞ্জ যাওয়ার সময় যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের নিচে মোটরসাইকেলটি পৌঁছালে হঠাৎ ছিনতাইকারীদের মোটরসাইকেল তাদের চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে যান।
এক পর্যায়ে দুই মোটরসাইকেলে থাকা চারজন ছিনতাইকারী আমাদের রড দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। পরে আমাদের কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ দু’টি নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও করে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার নম্বর ৬ ও মামলায় বাদী এজাহারে ৫৫ লাখ ৬৯ হাজার টাকা খোয়ানোর কথা উল্লেখ করেছেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে ছিনতাইকারীদের ধরার জন্য পুলিশের টিম কাজ করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ অন্য সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।
নামাজের সময়সূচি | |
---|---|
November 8, 2024 | |
Fajr | 4:51 am |
Sunrise | 6:04 am |
Zuhr | 11:42 am |
Asr | 3:39 pm |
Maghrib | 5:19 pm |
Isha | 6:33 pm |
Dhaka, Bangladesh |