শিরোনাম
॥ দেশ ও জাতির ক্লান্তিলগ্নে করোনাভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ নগরের তিনটি প্রবেশমুখে দিনরাত চেকপোস্ট করে যাচ্ছে।
অন্য জেলা থেকে প্রবেশ করতে গেলে চেকপোষ্টে তারা জবাবদিহিতার মুখে পড়তে হয়েছে।তাছাড়া অযথা যারা ঘোরাফেরা করে রাস্তায় বের হচ্ছে তারা জবাবদিহিতার মুখে পড়েন।
এসব অমান্যকারীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এর নির্দেশনা ক্রাইম ডিভিশন ও ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাকির হোসেন’র জোরালো ভূমিকায় করোনার ক্লান্তিলগ্নে শহরকে লকডাউন কার্যকারিতার জন্য ব্যাপক তৎপরতার কাজ শুরু করে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বিশেষ করে অন্য জেলা থেকে যাঁরা নগরীতে প্রবেশ মুখ হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন।দূর দূরান্ত ও বিভিন্ন জেলা থেকে লকডাউন মুখী আটকে পড়া যারা বরিশালের ঢোকার চেষ্টা করছেন তারা প্রবেশমুখে চেকপোস্ট থাকার কারণে জবাবদিহিতা মুখে পড়ছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ করে ট্রাফিক বিভাগ করোনার প্রাদুর্ভাব এ সামাজিক যোগাযোগ দূরত্ব বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পুলিশের এমন উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।