শিরোনাম
বিশেষ প্রতিবেদক //মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী হিজলা উপজেলার দুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে ৭ দিনের মধ্যে ২ টি বাড়ীঘর ভাংচুর, লুটপাট হামলা ও বসতঘরে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে।
এসময় নারী পুরুষসহ আহত ৭ জন, এরমধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক বলে জানান চিকিৎসক।
রাজনৈতিক বিরোধ ও আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এই ঘটনায় একে অপরকে দোষারোপ করে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ২ টি।
আহত সুত্রে জানান গত ২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রী জনসভা শেষে বাড়ী ফেরার পথে হামলাকে কেন্দ্র মামলার ঘটনায় আবারও সন্ত্রাসী হামলা চালিয়েছে জামাল ঢালীর নেতৃত্বে তার পৌষ্য কাডার বাহিনী।
(২ মার্চ শনিবার) বেলা আনুমানিক সাড়ে ৪ টার দিকে আঃ রব ঢালী, সালাউদ্দিন ঢালী, নিজাম ঢালী, আফসার ঢালী, মিরাজ গোলদার,মনির সিকদার ওরফে বালা মনির, পিন্টু দাস,রত্তন কর্মকার, সাইফুল মাজি,রফিক ঢালী,আলম চৌকিদার, জসিম(পাম জসিম), সবুজ ঢালী,ইমন সাঝি,হাবিব ঢালী,বাবু ঢালী,শাহজাহান জমাদ্দার,বিপ্লব দাস,দেলোয়ার মাঝি,শামীম ওরফে পেটকাটা শামীম, ঋসিকাশ অধিকারী,আজাদ সিকদার, আলাউদ্দিন সাঝি,মিজানুর রহমান সোহাগ, বাবু ফরাজি,হাসান সরদার, জাহাঙ্গীর মাঝি, হাকিম সাঝি,ইয়াসিন মাঝি,মুজাম্মেল হক,বাবুল নলু বাবুল, বাসেদ চৌকিদারসহ ৪০/৫০ জন মিলে দেশীয় অস্রসস্রে সজ্জিত হয়ে আহত জামাল মাজির বাড়ী ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়, এসময় ঘরে থাকা লোকজন আতংকিত হয়ে পড়লে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা করে। ডাকচিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা,জামাল মাঝি (৬৫),আশিকুর রহমান(১৭)আইরিন বেগম(৪০) রফিক কাজী (৩২) জসিম উদ্দিন (৪০) আখিনুর (৪০) সোহেল (৩৫) কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেররন করে।
এ সময় হামলা কারীরা জামাল মাঝির বসত ঘরটি আগুন দিয়ে জালিয়ে দেয়। এতে ঘর সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুরে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জ ও হিজলা থানার পুলিশ।
এ বিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ ওসি জানান অভিযোগ পেয়েছি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।