শিরোনাম
নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ৭ বছর পরে বরিশাল -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খাঁন মেননের নির্দেশে বরিশালের উজিরপুর উপজেলা হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভা করতে বাধ্য হয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী । ২ মার্চ শনিবার সকাল ১০ টায় হাসপাতাল কম্পিউন্ডে সংসদ সদস্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছা খাঁন বিউটি , উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ,উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি , মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন , জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী রাজিব। এ সময় স্বাস্থ্য কর্মকর্তা শওকত আলী বলেন হাসপাতালটি ঢাকা – বরিশাল মহাসড়কের পাশে হওয়ায় প্রচুর রোগীর সমাগম হয়। হাসপাতালে ১৪ জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলে ও রয়েছে মাত্র ৪ জন, ৫০ শয্যা থাকলে ও ভর্তির জন্য শতাধিক রোগীর চাপ থাকে। ঝুঁকি পূর্ণ ভবনে ভর্তি রোগী ও অফিস করতে হচ্ছে। জরাজীর্ণ আবাসিক কোয়ার্টার বসবাস করতে হচ্ছে । এগুলো সমাধান করা একান্ত প্রয়োজন। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খাঁন মেনন বলেন পর্যায় ক্রমে সমস্যার দ্রুত সমাধান করা হবে। ডাক্তার ও নার্সদের সেবার মান বাড়ানোর জন্য নির্দেশ দেন মেনন। তিনি হাসপাতালের সকল দপ্তর ঘুরে দেখেন। তবে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির কোনো সভা না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।