শিরোনাম
নিজস্ব প্রতিবেদক : বরিশালে স্বাস্থ্যবিধি মেনে রোববার (১০ মে) মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল চকবাজার দোকান মালিক সমিতি। তবে কেউ চাইলে স্বেচ্ছায় দোকান বন্ধও রাখতে পারবে। এদিকে পুলিশ ও প্রশাসন বলছে দোকান খোলা রাখতে স্বাস্থ্যবিধি ও বেধে দেয়া নিয়ম মান্য করতে হবে।
শনিবার (০৯ মে) দুপুরে চকবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ তোবারক হোসেন জানান, আগামীকাল বরিশালে চকবাজারের দোকান-পাট খোলা রাখার ব্যাপারে মালিক সমিতি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তবে কোনো মালিক দোকান বন্ধ রাখতে চাইলে তাতেও কোনো বাধা নেই। আবার কেউ খোলা রাখতে চাইলে তাকে সরকারি নির্দেশনা মেনে নিতে হবে।
এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, এ বিষয়ে দোকান মালিকদের সাথে ইতোমধ্যে বৈঠক করা হয়েছে। সরকারি নির্দেশনা ও সিদ্ধান্ত মেনে দোকান খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে। আর সেটি তদারকির জন্য নিয়োজিত থাকবে পুলিশ। কেউ অমান্য করলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
অপরদিকে করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, দোকান কেউ খুলতে না চাইলে সেটা তার নিজস্ব এখতিয়ার। তবে খোলা রাখলে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে।তা না হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য চকবাজার, কাটপট্টি, লাইন রোড, হেমায়েত উদ্দিন রোড ও পদ্মাবতি এলাকায় মালিক সমিতির প্রায় ৫ শতাধিক দোকান রয়েছে এবং এটি বরিশালের সপিংয়ের কেন্দ্রস্থল।