শিরোনাম
মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ভোলা-০৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে লালমোহন উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দিয়েছেন।
শুক্রবার সকালে লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এমপি শাওনকে এ সংবর্ধনা দেন।
পরে সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠানে বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, চতুর্থ বার বিজয় হয়ে আপনাদের মাঝে আল্লাহ আমাকে পাঠিয়েছন। এবার লালমোহন ও তজুমদ্দিনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিং সহ সকল ধরণের অপরাধ চিরতরে বন্ধ করব। আপনাদের ভালোবাসা নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোলা-৩ আসনটি উপহার দিয়েছি।
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।
নামাজের সময়সূচি | |
---|---|
December 4, 2024 | |
Fajr | 5:06 am |
Sunrise | 6:22 am |
Zuhr | 11:48 am |
Asr | 3:35 pm |
Maghrib | 5:14 pm |
Isha | 6:31 pm |
Dhaka, Bangladesh |