শিরোনাম

১২ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৫২

করোনার প্রভাবে ফুটবলের নিয়মই পাল্টে গেল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মে ৯, ২০২০ ৯:৪৬ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

করোনা কালবেলায় আক্রান্ত ক্রীড়াবিশ্ব। লণ্ডভণ্ড সব ক্রীড়াসূচি। প্রাণঘাতী ভাইরাসের করাল গ্রাসে গেল মার্চ থেকে বন্ধ ফুটবল। অন্য খেলার মাঠগুলোতেও তালা ঝুলছে। এ পরিস্থিতিতে ক্রমেই করোনা প্রকোপ কাটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ফুটবল।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্বজুড়ে থমকে থাকা সব ফুটবল লিগ ফের শুরু হচ্ছে। এর আগে স্বল্পকালীন মেয়াদে নতুন নিয়ম চালু করল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।

করোনা আতঙ্ক এখনও কাটেনি। প্রতিদিন বিশ্বে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত মারণঘাতী এ ভাইরাসে ৪০ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় পৌনে ৩ লাখ নাগরিক। এর মাঝেই সব জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে।

ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবার আগে পেশাদার লিগ শুরু করতে বদ্ধপরিকর জার্মানি। দেশটির ফুটবল ফেডারেশেনের (ডিএফবি) সিইও ক্রিশ্চিয়ান সাইফার্ত জানিয়েছেন, ১৬ মে থেকে স্থগিত বুন্দেসলিগা শুরু হচ্ছে। বরুশিয়া ডর্টমুন্ড বনাম শালকের ম্যাচ দিয়ে পুনরায় লিগে ঢাকে কাঠি পড়বে।

বিশ্বে করোনা সংক্রমণ এখনও চলছে। এ সংকটময় পরিস্থিতিতে আর্থিক ধাক্কা কাটাতে ফুটবলারদের ভাইরাস পরীক্ষা করে খেলা শুরু হচ্ছে। অসম্ভব চাপের এ অবস্থায় ফুটবল শুরু হওয়ায় ফুটবলারদের ওপর মানসিক চাপ বাড়তে পারে। মাঠে চোটের প্রবণতাও দেখা দিতে পারে বলে মনে করছে ফিফা। তাই করোনা পরবর্তী সময়ে ফুটবলার পরিবর্তনের ক্ষেত্রে সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেয় তারা।

করোনার পর ফুটবল শুরুতে ৯০ মিনিটের খেলায় পাঁচজন বদলি খেলোয়াড় ব্যবহারের প্রস্তাব দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শুধু তাই নয়, নকআউট ম্যাচে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আরেকজন বাড়তি বদলি খেলোয়াড় যোগ করার কথা বলে তারা। অর্থাৎ অতিরিক্ত সময় মিলিয়ে মোট ছয়টি পরিবর্তনের প্রস্তাব দেয় ফিফা। তবে আলোচনার পর পাঁচজন করে ফুটবলার পরিবর্তনের সুপারিশ করে সংস্থার টেকনিক্যাল কমিটি। তাতে সায় দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

প্রতিযোগিতামূলক ফুটবলে নির্ধারিত সময়ে সর্বোচ্চ ৩ জন ফুটবলারকে পরিবর্ত হিসেবে নামানোর নিয়ম ছিল। ম্যাচ অতিরিক্তি সময়ে পৌঁছলে বাড়তি আরেকজন খেলোয়াড় বদল করা যেত। সব মিলিয়ে বদলি ফুটবলারের সংখ্যা ছিল ৪। এখন সেটা হচ্ছে ৬।

এক বিবৃতিতে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আইএফএবি জানিয়েছে, শর্তসাপেক্ষে এখন বিভিন্ন টুর্নামেন্ট আয়োজকদের পাঁচজন করে ফুটবলার পরিবর্তনের অনুমতি দেয়া হচ্ছে। তবে এ নিয়ম একেবারে বদলে যাচ্ছে না। করোনা পরবর্তী সময়ে ফুটবলে এ নিয়ম প্রযোজ্য হবে। স্বল্পকালীন মেয়াদে এ আইন চালু থাকবে।

অর্থাৎ ২০১৯-২০২০ মৌসুমের শেষ নাগাদ নতুন বিধিনিষেধ মেনে চলতেই হবে মেসি-রোনাল্ডোদের। পরে এ নিয়মই থাকছে না পাল্টে যাচ্ছে তা জানিয়ে দেবে তারা। এজন্য ২০২০-২১ সিজন শুরুর জন্য অপেক্ষা করতে হবে।

তথ্যসূত্র: জি নিউজ/ওয়ান ইন্ডিয়া

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 12, 2025
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:58 am
Asr 4:38 pm
Maghrib 6:49 pm
Isha 8:13 pm
Dhaka, Bangladesh
June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ