শিরোনাম
স্টাফ রিপোর্টার ::বরিশালে জাগুয়া ইউনিয়নে নৌকা সমর্থকের উপর নৌকা সমর্থকের হামলা, ভাংচুর, লুট তরাজ করে সন্ত্রাসীরা। বরিশাল সদর উপজেলার ৬ নং জাগুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইসমাইল খানের ছেলে ব্যবসায়ী ইব্রাহীম খান মামুন এর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করার অভিযোগ ওঠে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা তালুকদারের ছোট ভাই রবিউল তালুকদার’র বিরুদ্ধে।
অভিযোগ কারি ইব্রাহিম খান মামুন জানান তিন চার দিন আগে বরিশাল সদর আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামিম এর নির্বাচনি উঠান বৈঠকে যাওয়ার পথে ৪ নং ওয়ার্ড মেম্বার মোস্তফা তালুকদারের সাথে পূর্ব শত্রুতার যের ধরে কথার কাটাকাটি হয় এবং মামুনের গায়ে হাত তোলে মোস্তফা তালুকদার, তখন স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাদের শালিস করে মিলিয়ে দেয় কিন্তু মোস্তফা তালুকদারের ছোট ভাই রবিউল তালুকদার এর মনে খোপ বিরাজ করে এবং গত ২৫-১২-২০২৩ ইং তারিখ রাত ৮:৩০ ঘটিকার সময় মামুন খানের ব্যবসা প্রতিষ্ঠান খয়েরদিয়ায় এসে তার দোকানে হামলা চালায় রবিউল তালুকদার ও তার সাথে থাকা জুলহাস মল্লিক, পিতা রফিক মল্লিক,নয়ন ইসলাম, সহ আর ৬-৮ জন মিলে মামুনের ব্যবসা প্রতিষ্ঠান মুদি দোকান ও বালুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে এসময় মামুন কে লক্ষ করে দেশিও অস্ত্র , রামদা দিয়ে কোপ দিলে মামুন দোকানের ভিতরে চলে যায় এবং তার পরনে থাকা শীতের কাপেরর জন্য শেষ রক্ষা হয়।
রবিউল বাহিনীর হাত থেকে বাঁচতে মামুন দোকানের ভিতরে পালালে রবিউলসহ সবাই মামুনের ক্যাশে থাকা ২৯০০০ হাজার নগদ টাকা ও বিকাশের মোবাইল ছিনিয়ে নিয়ে যায় এবং দোকানের মালামাল ভাংচুর করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি করে, রবিউলের হাতে থাকা রামদা দিয়ে দোকানের টিনের ঝাপ ও দরজায় কোপ দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে।
মামুনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন আসতে দেখে রবিউল সহ সবাই পালিয়ে যায়
মামুন আরও বলেন মোস্তফা তালুকদার মেম্বার ও তার ভাই রবিউল তালুকদার বিএনপি জামাত করে নতুন আওয়ামী লীগে যোগ দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান রবিউল তালুকদার এলাকায় বিভিন্ন সময় চাঁদাবাজি করে এমনি অটোচালক ও তার হাত থেকে রক্ষা পায় না। এছাড়া জাগুয়া ইউনিয়নে বিভিন্ন সময় সাধারণ মানুষকে হয়রানি করে নতুন আওয়ামী লীগের করে তাই এখন সে মানুষ কে মানুষ মনে করে না।
জানাজায় ইব্রাহিম খান মামুন ও মোস্তফা তালুকদার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং তাড়া দুজনেই বরিশাল ০৫ আসনের সংসদ সদস্য কর্নেল জাহিদ ফারুক শামিম এর অনুসারী।
এবিষয়ে অভিযুক্ত ৪ নং ওয়ার্ড মেম্বার মোস্তফা তালুকদার’র মুঠো ফোনে একাধিক বার কল দিলে সে ফোন রিসিভ করে নাই।
এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এই ঘটনার একটা অভিযোগ থানায় আসছে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
নামাজের সময়সূচি | |
---|---|
June 16, 2025 | |
Fajr | 3:43 am |
Sunrise | 5:07 am |
Zuhr | 11:58 am |
Asr | 4:39 pm |
Maghrib | 6:50 pm |
Isha | 8:14 pm |
Dhaka, Bangladesh |