শিরোনাম
রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আসন ১২২ বরিশাল- ৪ (হিজলা-মেহেন্দিগঞ্জে) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয় পেলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রয়াত মহিউদ্দিন আহমেদ সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ,
দলীয় মনোনয়ন হাতে পেয়ে মঙ্গলবার ঢাকা থেকে মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। বুধবার সকালে মেহেন্দিগঞ্জের স্টিমারঘাট লঞ্চঘাটে এসে পৌছায় ডক্টর. শাম্মী আহমেদ।
এসময় নেতাকর্মীরা মিছিলে মিছিলে মূখরিত করে তোলে।
বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মি আহমেদ কে শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বে মানুষ উপস্থিত ছিলেন।
আজ বধুবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার
দলীয় কার্যালয় সংলগ্ন, মুক্তি যোদ্ধা পার্ক (বালুর মাঠে) দোয়া ও মোনাজাতের আয়োজন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।
এরপর বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ দলীয় কার্যালয় সংলগ্ন, মুক্তিযোদ্ধা পার্ক (বালুর মাঠে ) উপস্থিত হন দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে।
তিনি এসে দেখেন দলীয় কার্যালয় সংলগ্ন, মুক্তিযোদ্ধা পার্ক (বালুর মাঠে) কানায় কানায় ছিল মানুষের ঢল। যেন উৎসবের আমেজ আর নৌকার বিজয়ের আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছেন সাধারণ মানুষ।
সাধারণ মানুষের মন্তব্য আজকে মেহেন্দিগঞ্জর মানুষ প্রামাণ করেছে, ০৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে নৌকার বিজয় নিশ্চিত।
মনোনয়ন জমাদান উপলক্ষ্যে দোয়া ও মোনাজাতের
অনুষ্ঠানে বক্তব্যে ডক্টর.শাম্মী আহমেদ বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকা নিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে মেহেন্দিগঞ্জ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। এখানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিং সহ সকল ধরণের অপরাধ চিরতরে বন্ধ করা হবে। আপনাদের ভালোবাসা নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে
বরিশাল-৪ আসনটি উপহার দিবো।
এরপরে আজ বুধবার দুপুর ১২টায় ডাঃ শাম্মী আহমেদ দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম এর নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেন।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরদার মাহেব হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড: মুনসুর আহমেদ, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল মকিম তালুকদার, সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি ইদ্রিস আলী বেপারি, মিজানুর রহমান আরজু, নিজাম উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার কানন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, নুরুল ইসলাম জামাল মোল্লা,এস, এম, আবদুর রহিম, আন্তর্জাতিক উপ কমিটির সদস্য সৈয়দ মনির, সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালেব জাহাঙ্গীর, সাইফুল ইসলাম সরদার, সিরাজ উদ্দিন আহমেদ, এবং মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চান, সাধারণ সম্পাদক রকিব,মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব বেপারী,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী শতস্ফুর্ত ভাবে উৎসব ও আনন্দমুখর পরিবেশে অংশগ্রহণ করেন দোয়া অনুষ্ঠান জনসমুদ্রে পরিণত হয়েছে ।