শিরোনাম
ঢাকা- ১২ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার সংসদীয় আসনে পাঁচ হাজার নিম্নবিত্ত, দিনমজুর ও অসহায়পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ শুরু করেছেন।
বুধবার রাত থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে দেয়া হবে এসব উপহার সামগ্রী; যাতে কোনো জনসমাগম সৃষ্টি না হয় এবং অসহায়পরিবারের কাছে পৌঁছানো যায়।
জানা গেছে, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরে বাংলা নগর ও হাতিরঝিল এলাকায় অবস্থিত গরিব পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
প্যাকেটে দেয়া হয়েছে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও সেমাই।
নামাজের সময়সূচি | |
---|---|
June 15, 2025 | |
Fajr | 3:43 am |
Sunrise | 5:06 am |
Zuhr | 11:58 am |
Asr | 4:39 pm |
Maghrib | 6:50 pm |
Isha | 8:14 pm |
Dhaka, Bangladesh |