শিরোনাম

১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩১

আখেরী মুনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ
Print Friendly and PDF

বরিশাল প্রতিনিধি ॥ আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক বরিশাল চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩ দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল। চলমান মাসের গত ২২ নভেম্বর’২৩ বুধবার বাদ জোহর শুরু হয়ে আজ শনিবার ২৫ নভেম্বর’২৩ শনিবার সকাল সাড়ে ৮ টায় সমাপনী অধিবেশন ও আখেরী মুনাজাতের মাধ্য দিয়ে সমাপ্ত হল লক্ষ লক্ষ মুসল্লীদের আধ্যাত্মিক এ মিলনমেলা। আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই আখেরী মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

সমাপনী অধিবেশনের বয়ানে পীর চরমোনাই বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুরমত মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই ঐ মানুষ এমনকি আলেম, মুফতী ও পীরের কোন মূল্য নেই।

সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আখেরী মুনাজাতে অংশ নেয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান তিনি। আখেরী মুনাজাতে পীর সাহেব চরমোনাই ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

উল্লেখ্য, চরমোনাই মাহফিলে আগত মুসল্লীদের মধ্য ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ওয়ারী থানা নিবাসী মোঃ এনামুল (২১) গতকাল দুপুরে নদীতে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করেন। এবং ফতুল্লা-নারায়ণগঞ্জ নিবাসী মোঃ কারামত আলী (৭৫) পিতা- মৃত মারফত আলী গতকাল ২২ নভেম্বর ৭.৪৫ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তাদের মরদেহ জানাজা শেষে মরহুমের ঠিকানায় প্রেরণ করা হয়। চরমেনাই অস্থায়ী মাহফিল হাসপাতালে এ বছর প্রায় দেড় সহস্রাধিক মুসল্লীর চিকিৎসা সেবা নিয়েছেন। চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটি সদস্য কে এম শরীয়াতুল্লাহ এক বার্তায় উপরোক্ত তথ্য জানান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 15, 2025
Fajr 4:52 am
Sunrise 6:03 am
Zuhr 12:07 pm
Asr 4:26 pm
Maghrib 6:10 pm
Isha 7:22 pm
Dhaka, Bangladesh
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ