শিরোনাম
মঠবাড়িয়ায়, প্রতিনিধি ::: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমা বিরোধের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মোকাম মঠবাড়িয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ২ জনকে নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে ভুক্তভোগী সিদ্দিক রহমান ফরাজি বাদী হয়ে (মামলা নং-২৩৬/২৩) লিখিত মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটছে মঠবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ড দক্ষিণ মিঠাখালী গ্রামের। ভুক্তভোগী সিদ্দিকুর রহমান ফরাজী দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত মোঃ মোতাহার আলী ফরাজী ছেলে। মামলা ও ঘটনাসূত্রে জানা যায়, ভুক্তভোগী সিদ্দিকুর রহমান ফরাজীর বাবা মৃত্যুর পরে ওয়ারিশ হিসেবে পাওয়া সম্পত্তি ও ফুফুর ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি ক্রয় করে ভোগ দখল অবস্থায় বসতঘর তুলে বসবাস করে আসছেন। এদিকে প্রতিপক্ষ উত্তর মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত নুরুল হক ফরাজী ছেলে আঃ হক ও মেয়ে মহিমা বেগমসহ একদল ভাড়াটিয়া নিয়ে বিরোধীয় সম্পত্তি নিজেদের দাবী করে জোর পূর্বক বসতঘর তোলার চেষ্টা চালায়। এসময়ে বাঁধা দিতে গেলে ভুক্তভোগী সিদ্দিকুর রহমান ফরাজী সহ পরিবারের একাধিক লোকজন আহত হয়। পরে আহতরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আছেন। ভুক্তভোগী কোন উপায়ন্ত না পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশকে অবহিত করলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। এদিকে ভুক্তভোগী সিদ্দিকুর রহমান ফরাজী সম্পত্তি ফিরে পেতে ও আহতদের ঘটনায় বিচারের দাবি করে ১৪ নভেম্বর মঙ্গলবার মোকাম মঠবাড়িয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ২ জন আঃ হক ও মহিমা বেগমের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেন। উক্ত মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে আগামি ২ জানুয়ারী ধার্য তারিখ আদালতে আসামীদের হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন এবং উক্ত জমিতে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিষেধাজ্ঞা জারির লক্ষ্যে মঠবাড়িয়া থানার ওসিকে নির্দেশ দেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, কোর্টের নির্দেশনা অনুযায়ী ফয়সালা না হওয়া পর্যন্ত মর্মে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে কাজ না করার লক্ষ্যে নোটিশ দেওয়া হয়েছে।