শিরোনাম
প্রতিবেদক:: রিপন রানা বরিশাল///ঠিকই মনে আছে তোমাকে প্রথম দেখার ক্ষনটি। ডান হাতে কালো টিপ ছাতি আর অন্য হাতে মোবাইল।গাঢ় লাল রংয়ের সাথে কালো রং মিশানো ছিম ছাম জামাটি পরে দাড়িয়ে ছিলে। কি অদ্ভুত অপেক্ষা তোমার। দূর থেকে কিছুক্ষণ দেখে কাছে আসা। চুপচাপ অপলক তাকিয়ে থাকা। মায়া ভরা মুখ। রৌদ্রের তাপে ঘামিয়ে যাচ্ছিলে। তারপরও কথা বলতে পারছিলাম না। মনে পড়ছে না, কি দিয়ে শুরু করেছিলাম সেদিন। তারপর…
হায় হ্যালো, কথা বলা। গল্প করে রাত পার করা। দেখা করাটা দুঃসাধ্য তারপরও দু:সাহসিক ভাবে এগিয়ে চলা। কি অদ্ভুত জন্মদিন পালন করা এখনো হাসি পায় খুব। রাজপথে ঘুরে বেড়ানো। লং ড্রাইভে ঘুমিয়ে পড়া। ইলিশের বাড়ি আর নদীর মিতালী। অপরিচিত কোন এক গ্রামে হারিয়ে যাওয়া। চাদেঁর আলোতে পুকুর পারে গল্প শোনা। টং দোকানে দুষ্টামি করে সিগারেট ধরানো। রাত বাড়তেই গানের শব্দে পথ খোঁজে অচেনা বিয়ে বাড়িতে আশ্রয় নেওয়া। রাত জাগা ভোরে ক্লান্ত চাহনি। ধূসর মায়া ভরা মুখ। তারপর…
মনে পড়ে তোমার বই মেলায় সময় পার করা। বলেছিলে আমার কবিতার বই বের হলে তুমিই কিনবে প্রথম বইটি। তুমি হয়তো বুঝতে পারনি আজও হয়নি বলা শেষ গল্পের লাইনগুলো….
কথা ছিল মহা মিলন হবে, বৃষ্টিতে ভিজব। জ্যোৎস্না বিলাসের দিন চাঁদকে সাক্ষী রাখব। কথা ছিল ভালবাসা বিলিয়ে দিব কুঁড়ে ঘরে। কুয়াশা মাখা সন্ধ্যায় ভাপা পিঠার দোকানে দুএকজন বন্ধুকে দাওয়াত দিব। খুব ভোরে ঘাসে শিশির বিন্দুতে হাত রেখে সিক্ত হবো। কথা ছিল নীল গীটারের তারে সুর তুলবে আর হারিয়ে যাব মূর্ছনায়। শুনতে যদি পাও এ ভালবাসার আহবান তবে বলি আজও খুঁজে ফিরি তোমায়….ভাল থাকা হয় যেন!
অপেক্ষা১১২/১
লেখক শাহ্ মো. ফয়সাল আহমেদ সাবেক কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ও বর্তমান ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বরিশালে কর্মরত।
নামাজের সময়সূচি | |
---|---|
December 4, 2024 | |
Fajr | 5:06 am |
Sunrise | 6:22 am |
Zuhr | 11:48 am |
Asr | 3:35 pm |
Maghrib | 5:14 pm |
Isha | 6:31 pm |
Dhaka, Bangladesh |