শিরোনাম
নিউজ ডেস্ক :: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর পরিচালক ( অধ্যায়ন ও প্রশিক্ষণ), জনাব শাহ শেখ মজলিশ ফুয়াদ বলেন তামাকের কারনে সৃষ্ট রোগ ও মৃত্যু প্রতিরোধযোগ্য, এবং সেটি তখনই সম্ভব যদি বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা হয়। তাই আমাদের সকলের একটাই দাবি আগামী প্রজন্মকে বাঁচাতে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা হোক।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এর সমন্বয়কারী (অতিরিক্ত সচিব), জনাব হোসেন আলী খোন্দকার, তামাকের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে হবে। তামাক থেকে সরকারের যে রাজস্ব আয় আসে তার চেয়ে তামাক ব্যবহারজনিত কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা বাবদ ব্যয় ২৭% বেশী। রাজস্ব আয় প্রায় ২২ হাজার ৮১০ কোটি এবং চিকিৎসা ব্যায় প্রায় ৩০ হাজার ৫৭০ কোটি টাকা। তামাকের কারণে বার্ষিক ক্ষতি প্রায় ৮ হাজার কোটি টাকা (ক্যান্সার সার্ভে-২০১৮)। সুতরাং মানুষের ভ্রান্ত ধারণা দূর করার পাশাপাশি প্রয়োজন তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা । তামাকের বিরুদ্ধে আমাদের সকলকে নিজ অবস্থান থেকে হতে হবে সচেতন।
সভায় সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো, সমকাল, ইত্তেফাক, ঢাকা ট্রিবিউন, যমুনা টেলিভিশন, জনকন্ঠসহ বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানের গনমাধ্যম কর্মীবৃন্দ।
নামাজের সময়সূচি | |
---|---|
February 10, 2025 | |
Fajr | 5:18 am |
Sunrise | 6:30 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:13 pm |
Maghrib | 5:54 pm |
Isha | 7:06 pm |
Dhaka, Bangladesh |