শিরোনাম
বাকেরগঞ্জ প্রতিনিধিঃবরিশাল জেলার বাকেরগঞ্জে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাদ্রীশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লা ও রংশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা মোঃ হেমায়েত মৃধা ও দুধল ইউনিয়নের বিএনপি নেতা ফরিদ আহমেদ লিটন সিকদার আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
১৬ নভেম্বর বিকেল ২ টায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান,সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদারের ঢাকার গুলশানের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। এ সময় আর উপস্থিত থাকেন এবিএম রুহুল আমিন হাওলাদার এর সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাকেরগঞ্জের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছেন তারা।
এ সময় বাকেরগঞ্জের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা বলেন, জাতীয় পার্টি বাকেরগঞ্জে সাংগঠনিকভাবে সব সময় শক্ত অবস্থানে ছিল। আমরা উপজেলা বাসির সেবায় সব সময় তাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও আমরা থাকবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকলের দোয়া কামনা করেন তিনি।