শিরোনাম
মোঃসাইদুল ইসলাম হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ-//বরিশাল মেহেন্দিগঞ্জে এক কৃষকের কষ্টের টাকার ফলের বাগান, সাবাড় করল দুর্বৃত্তরা। উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়া গ্রামে রাতের আঁধারে কৃষক মোশাররফ হোসেন এর ফলের বাগানের ভেতরের পেঁপে, সুপারি, নারিকেল ও মেহগনির প্রায় ৩শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। কৃষি কাজ করে কষ্টার্জিত টাকায় করা বাগানের এই হাল দেখে দিশেহারা ওই কৃষক। জানা যায়, শ্রমিকের কষ্টের টাকায় নিজ এলাকায় প্রায় ১ একর জমি ওপর গড়ে তোলেন ফলের বাগান। বাগানের ভেতরেই করেছেন পেঁপে, সুপারি, পেঁয়ারা, মেহগনি, নারিকেল, মাল্টা, লেবু ও আমের বাগান। কৃষক মোশাররফ হোসেন জানান রোববার (১২ নভেম্বর ) সকালে তিনি বাগানে গিয়ে বাগানের এ দৃশ্য দেখে চমকে ওঠেন, এসময় তিনি কেঁদে কেঁদে আরো বলেন, দুর্বৃত্তরা শত্রুতা করে তার সব শেষ করে দিয়েছে, তবে কেবা কাহার ক্ষতি করেছে তিনি বলতে না পারলেও তার ধারনা পুর্বশত্রুতার জের ধরে এই ক্ষতিসাধন করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক। কৃষকের স্ত্রী সিদ্দিকা বেগম বলেন, আমি ৪-৫ বছর ধরে এই বাগানে কাজ করছি। আজকে সকালে বাগানের চিত্র দেখে স্তব্ধ হয়ে গেছি। যারা গাছের সাথে এমন অমানবিকতা করতে পারে তারা অমানুষ ছাড়া কিছু না। আমার ৮ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছি, ধার দেনা করে বাগান তৈরি করেছে আমরা স্বামী। এত বড় ক্ষতি আমরা কিভাবে কাটিয়ে উঠবো। প্রতিবেশি হাসিনা বেগম বলেন ধার দেনা করে বাগান সাজিয়েছে, গাছে ফলও ধরেছে সেই বাগানে এমন নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। আমরা তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। বীরমুক্তিযোদ্ধা মোসলেম খান বলেন মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু গাছের সাথে শত্রুতা করা ঘাতকতা। সেলিনা বেগম বলেন খুব যত্ন করে বাগানটি সাজানো হয়েছিল। এমন ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করছি। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।