শিরোনাম
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃমেহেন্দিগঞ্জে পৌর এলাকার লালু বেপারির রেকডিও সম্পত্তি জবরদখল করে একই গ্রামের জসিম হাওলাদার ও তার স্ত্রী ফাহিমা বেগম’র বিরুদ্ধে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। লালু বেপারি বলেন, জমিদখল করে রাস্তা নির্মাণ করে চলাচল করে এবং জমির গাছ কেটে ক্ষতিসাধন করে এর প্রতিবাদ করায় প্রতিপক্ষরা আমার বসতবাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর করে। এসব অভিযোগ তুলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং থানায় লিখিত অভিযোগও করেন ভুক্তভোগীর পরিবার। এসব বিষয়ে নিয়ে গতকাল স্থানীয় গণমাধ্যমের কাছে অভিযোগ দিলেও ঘটনাটি ঘটে আরো ৩ মাস আগে। সর্বশেষ ভুক্তভোগী পরিবার আদালতে অভিযোগ দায়ের করলে মহামান্য আদালত অভিযুক্তদের প্রতি সমন জারি করেন। অভিযুক্তরা সংবাদ মাধ্যমের কাছে ওই পথের অংশিদারিত্ব আছেন বলে জানালেও এর স্বপক্ষে কোন কাগজপত্র কিংবা প্রমানাধি দেখাতে পারেন নি। স্থানীয়রা বলেন, লালু বেপারির সম্পত্তি জবর দখল করে একই গ্রামের জসিম হাওলাদার ও তার স্ত্রী ফাহিমা বেগম এবং মোঃ নিজাম বেপারী তাদের সুবিধার জন্যে রাস্তা নির্মান করেছে। উক্ত সম্পত্তি লালু বেপারির থেকে কোন প্রকার বিনিময় ছাড়াই দখল করে রাস্তার নির্মাণ করেন। জমির মালিক আরও বলেন, আমরা স্থানীয় না হওয়াতে তারা প্রভাব দেখিয়ে জমি দখল করে রাস্তাটি নির্মান করে নিলেন। আমরা স্থানীয় হলে তারা এই রকম কাজ করতো না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অনেক আগে থেকেই রাস্তার জন্যে দু’পক্ষের মধ্যে ঝামেলা চলে আসছে। শুনেছি নির্বাচনের পরে এটির সমাধান হওয়ার কথা।