মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ মা ইলিশ সংরক্ষণ অভিযানে ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে জেলায় ১৭৬টি মোবাইল কোর্টের মাধ্যমে মা ইলিশ ৫৪০ কেজি অবৈধ কারেন্ট জাল ৭৩,৪৭০০ মিটার আটক ও ১৯ জন জেলেকে আটক করে ১বছর বিনাশ্রম কারাদণ্ড প্রধান করা হয়েছে।
গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত একটানা ২২দিন মা ইলিশ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করে সরকার। ঝালকাঠি জেলা মৎস্য বিভাগ থেকে জানাগেছে, সরকারি নির্দেশনা পালনে জেলার চারটি উপজেলায় মোট ৩৩৬টি টিম অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ১৭৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫৪০ কেজি মা ইলিশ ও ৭৩,৪৭০০ মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য প্রায় ১,৪৮,১৪০০০ টাকা। এবং ২৭ টি মামলায় ১৯জন জেলেকে ১বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২৮,০০০টাকা জরিমানা করা হয়েছে।
বিষখালী নদীতে ইলিশ রক্ষা অভিযানকালে হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা সমাজসেবা কর্মকতা, দু'জন আনসার সদস্যসহ ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশত জেলের নামে রাজাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নায়।
ঝালকাঠি সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ২২দিন জেলার চারটি উপজেলা মৎস্য কর্মকর্তারা যতটা সম্ভব সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। ২৪ ঘন্টার মধ্যে ২২ ঘন্টাই নদীতে অভিযান পরিচালনা করেছে।