শিরোনাম
পটুয়াখালী প্রতিনিধি, মনজুর মোর্শেদ তুহিন ::পটুয়াখালী-১ আসন থেকে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের-১১১ সাংসদ হতে যাচ্ছেন এডভোকেট আফজাল হোসেন।
পটুয়াখালীর জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডঃ শাহজাহান মিয়ার (৮৩) মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। গত ২৪শে অক্টোবর পটুয়াখালী-১ আসনেে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে ১লা নভেম্বর মনোনয়নের শেষ দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।
উপনির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র দাখিল করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অন্যান্য বিরোধী দলগুলো আন্দোলনে ব্যস্ত থাকায় কোন প্রার্থী উপ-নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহী নয়। তবে পটুয়াখালীর সর্বস্তরের নাগরিক ও জেলার অধিকাংশ নেতাকর্মীদের ব্যাপক সমর্থনে অ্যাডভোকেট আফজাল হোসেনকেই যোগ্য বলে মনে করেছেন স্থানীয় জনগণ।
ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত এ্যডঃ আফজাল হোসেন ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলে ভিপি ছিলেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু কন্যার ঘনিষ্ঠ সহচর। আওয়ামী লীগের পরীক্ষিত নেতা হিসেবে তিনি কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন পরবর্তীতে এখনো সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।