শিরোনাম
স্টাফ রিপোর্টার ::বরিশালে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সম্মাননা প্রদান, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত।
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান নিয়ে আজ ১ নভেম্বর বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সম্মাননা প্রদান, সনদপত্র ও যুব ঋণের চেক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি কার্যালয় বরিশাল কাজী মোঃ শোয়েব, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা তালুকদার মো: ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও যুব উদ্যোক্তরা উপস্থিত ছিলেন। শুরুতে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে প্রধান অতিথির নেতৃত্বে র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজ গিয়ে শেষ হয়। আগত অতিথিরা যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্যে রাখেন। পরে দিবসটি উপলক্ষ্যে ১২ জন যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের আওতায় ৭ লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি একটি সংগঠনের মাঝে সম্মাননা প্রদান ও সনদ বিতরণ করা হয়।