শিরোনাম
টিটিসির আয়োজনে রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশনিং এবং ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়াকর্স কোর্সের উদ্বোধন।আজ ১৬ ফেব্রুয়ারি বিকাল ৩ টার দিকে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল এর সভাকক্ষে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর অর্থায়নে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল আয়োজনে ৪ মাস ব্যাপী রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশনিং এবং ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়াকর্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল, প্রকৌশলী মোঃ গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক যুব কর্মসংস্থান এসডিএফ মোঃ শহিদুল ইসলাম, আঞ্চলিক পরিচালক এসডিএফ বরিশাল, নজরুল আলম সরদার। আরো উপস্থিত ছিলেন উপাঅধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল, আবদুল রাজ্জাকসহ প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা আলোচনায় মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি কোর্সে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন।