শিরোনাম

১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

সপ্তাহব্যাপী উপাচার্য ঢাকায়, ব্যহত অফিস কার্যক্রম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩ ২:০৮ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

ববি প্রতিনিধি :আগামী ৬ নভেম্বর মেয়াদ শেষ হতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের মেয়াদ। তাই এখন বিশ্ববিদ্যালয়ের টপ অব দ্যা টক হচ্ছে (আলোচনার কেন্দ্রবিন্দু) কে হবেন পরবর্তী উপাচার্য। তবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেতে এরই মধ্যে দৌড়ঝাঁপে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন৷ জানা যায়, গত ৫ই অক্টোবর উপাচার্য বরিশাল ত্যাগ করেন। এরপর ৫ কার্যদিবস তিনি যোগদান করেননি। ফলে বিভিন্ন দপ্তর, বিভাগ ও মাস্টাররোলের কর্মচারীদের বিভিন্ন ফাইল আটকে আছে।

কয়েক বিভাগের বিভাগীয় প্রধানদের সাথে কথা বলে জানা যায়, উপাচার্যের সাক্ষরের অপেক্ষায় তাদের বিভাগের ফলাফলের ফাইল,রেজিস্ট্রেশন ফাইল ও ভর্তি ফাইল আটকে থাকায় সঠিক সময়ে তারা তাদের পরীক্ষার ফলাফল ও পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হচ্ছেন।

মামা আছি বড় ঝামেলায়৷ আমাদের নিয়ে কেউ ভাবে না৷ দৈনিক মজুরি ভিত্তিক কাজ করি৷ আমার নিয়োগ হয়নি৷ আজ মাসের ১২ তারিখ বেতন পায় নায় হাতে৷ শুনেছি উপাচার্য অফিসে ফাইল আটকে এজন্য এখনো বেতন পায় নি হাতে৷ উনারা তো উনাদের চেয়ার নিয়ে ব্যস্ত৷ আমাদের কি হলো সেটা দেখার সময় তাদের নাই৷ উপাচার্য সপ্তাহ ধরে অফিস করে না বলে গতমাসের বেতন উঠাতে না পেরে ক্ষভে কষ্টে কথাগুলি বলছিলেন বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক কমলেশ (ছদ্মনাম) কর্মচারী৷

তিনি আরও বলেন, আমার মতো ৬০-৭০ জন আছে যাদের এখনো চাকরি স্থায়ী হয়নি৷ উপাচার্য স্যারের কাছে বারবার গিয়েছি আশা দিয়েই চারটা বছর পার করে দিয়েছেন৷ তবে বিশ্ববিদ্যালয়ের সূত্র নিশ্চিত করেছে আগামী ১৫ অক্টোবর অফিস করবেন উপাচার্য৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, এটার আমার বিষয় না৷ বিষয়টি আপনি রেজিষ্টার মহোদয়কে জিজ্ঞাসা করেন, তিনি ভালো বলতে পারবেন এ ব্যাপারে৷

এ বিষয়ে ববি ববি রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, উপাচার্য ছুটিতে নেই তিনি ঢাকায় বিশ্ববিদ্যালয়ের কাজেই ইউজিসি এবং শিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন প্রোগ্রামে আছেন।

উপাচার্যের পিএ মো. রুহুল আমিন বলেন, উপাচার্য অফিসে না আসলেই যোগাযোগ রাখছে ইমারজেন্সি কিছু লাগলে সে সবকিছু ম্যানেজ করছে৷ অফিসের কার্যক্রম কোন ব্যহত হয় নাই৷

ফাইল আটকে থাকার প্রশ্নে তিনি বলেন, ফাইল দুই একদিন প্রেসেসিংয়ে থাকে৷এটা স্বাভাবিক৷ বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়ার মত কোন অবস্থা সৃষ্টি হয়নি৷

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরিফনকে অনুপস্থিতির বিষয়ে জানার জন্য তাঁর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি৷

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 11, 2024
Fajr 4:38 am
Sunrise 5:50 am
Zuhr 11:45 am
Asr 3:57 pm
Maghrib 5:39 pm
Isha 6:51 pm
Dhaka, Bangladesh
October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ