শিরোনাম
০২-০৫-২০২০ খ্রি. তারিখ পর্যন্ত জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে বরিশাল মহানগরসহ সমগ্র জেলায় ১৫৪,৮০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান; সর্বমোট ১৫৪৮.০০ মেট্রিক টন চাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বাবদ নগদ ৭৯ লক্ষ ৪০ হাজার টাকা এবং শিশু খাদ্য বাবদ ১৩ লক্ষ ৮৫ হাজার টাকা বিতরণ। এখন পর্যন্ত জেলায় মোট বরাদ্দ ২৩০০ মেট্রিক টন চাল, নগদ ৯৭ লক্ষ টাকা এবং শিশু খাদ্য বাবদ ২১ লক্ষ টাকা।
*বরিশাল সিটি করপোরেশনঃ*
উপর্যুক্ত জেলার সর্বমোট বরাদ্দের মধ্যে হতে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদানের জন্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর আজ পর্যন্ত মোট প্রদত্ত বরাদ্দ ৩৮০ মেঃটন চাল এবং নগদ ১০ লক্ষ ১০ হাজার টাকা।
*জেলা সদরসহ বিভিন্ন উপজেলাঃ*
বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধের নিমিত্তে জনসাধারণের গৃহে অবস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসক জনাব এস,এম, অজিয়র রহমানের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসারগণ কতৃক ১৫৪,৮০০ টি নিম্ন আয়ের ও কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। তাছাড়াও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক মাইকিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা শহর এবং উপজেলাসমূহের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।
জেলাব্যাপী পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রম, মোবাইল কোর্ট এবং করোনা প্রতিরোধে গৃহীত অন্যান্য কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। তিনি জানান যে, করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের সকল কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার কোন মানুষ যাতে অভুক্ত না থাকেন সে ব্যাপারে জেলা প্রশাসন সর্বদা সচেতন আছেন। তিনি সমাজের বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
নামাজের সময়সূচি | |
---|---|
February 6, 2025 | |
Fajr | 5:19 am |
Sunrise | 6:33 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:11 pm |
Maghrib | 5:51 pm |
Isha | 7:04 pm |
Dhaka, Bangladesh |